Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
শিক্ষকবদলি
বিস্তারিত

 

সেবা প্রদানকারী অফিসের নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচার

সেবা প্রাপ্তির স্থান

প্রয়োজনীয় সময়

১. উপজেলা শিক্ষা অফিস

২. জেলা প্রাথমিক শিক্ষা অফিস

৩. বিভাগীয়উপ-পরিচালকের কার্যালয়

৪. প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 

. উপজেলা শিক্ষা অফিসার

. জেলা প্রাথমিক শিক্ষা অফিসার

৩. বিভাগীয়- উপপরিচালক

৪. মহাপরিচালক, ডিপিই

১. উপজেলা শিক্ষা অফিস

২. জেলা প্রাথমিক শিক্ষা অফিস

৩. ডিডি অফিস

৪. প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

১.উপজেলার মধ্যে: ২-৩ দিন

২. জেলার মধ্যে: ৫-৭ দিন

৩. বিভাগের মধ্যে: ৮-১২ দিন

৪. বিভাগের বাইরে: ২০-৩০ দিন

সেবা প্রদানের সংক্ষিপ্ত বিবরণ

শিক্ষকবৃন্দ বদলির জন্য যে সকল ক্ষেত্রে আবেদন করে: (১)একই উপজেলা/ থানার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, (২)একই জেলার মধ্যে আন্ত: উপজেলা/ থানার বিভিন্ন সরকারি প্রাথমিক  বিদ্যালয়ে,() একই বিভাগের বিভিন্ন জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং () ভিন্ন বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সে অনুযায়ী প্রত্যেক ক্ষেত্রে বদলির সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে উপযুক্ত কর্তৃপক্ষের নিকট প্রধান শিক্ষক এবং সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে আবেদন উপজেলা শিক্ষা অফিসারের দপ্তরে দাখিল করতে হয় । শূন্যপদ থাকা এবং বদলির নীতিমালা পূরণ সাপেক্ষে একই উপজেলার মধ্যে উপজেলা শিক্ষা অফিসার একই জেলার ভিন্ন উপজেলার মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, একই বিভাগের ভিন্ন জেলার মধ্যে বিভাগীয় উপ-পরিচালক এবং ভিন্ন বিভাগের মধ্যে মহাপরিচালক বদলির অনুমতি/ আদেশ জারি করেন। তবে বিভিন্ন পর্যায়ের শিক্ষক বদলির এ ক্ষমতা বিশেষ কারণে বা বিশেষ প্রজ্ঞাপন জারি করে পরিবর্তন করা হয়। মহাপরিচালক ব্যতীত অন্যান্য ক্ষেত্রে বদলির আদেশ জারির পূর্বে ১ ধাপ উর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি প্রয়োজন হয়।

সেবা প্রাপ্তির শর্তাবলি

 

1. চাকুরির মেয়াদ ২ বছর হতে হবে

২. একবার বদলি হলে ১ বছরের মধ্যে একই উপজেলার মধ্যে বদলির আবেদন করতে পারবেন না

৩. প্রশাসনিক কারনে বদলি হলে ২ বছরের মধ্যে বদলির আবেদন করা যায় না

৪. পারস্পারিক বদলির ক্ষেত্রে কমপক্ষে ১ বছর চাকুরি থাকতে হয়

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনপত্র, মাসিক হাজিরা

ক্ষেত্রমতে: কাবিননামা, স্বামী/স্ত্রীর কর্মস্থলের বা স্থায়ী ঠিকানার প্রমানপত্র, চাকুরি বহির প্রথম ৫ পাতার ফটোকপি, নদী ভাংগনে স্থায়ী ঠিকানা পরিবর্তনজনিত কারনে বদলির ক্ষেত্রে সহকারী কমিশনার (ভূমি) এর প্রত্যয়ন ইত্যাদি

প্রয়োজনীয় ফি/ট্যাক্স/আনুষঙ্গিক খরচ

বিনামূল্যে

সংশ্লিষ্ট আইন/ বিধি/ নীতিমালা

Teacher Transfer Rule (Ammenmend)-2011

 

নীতিমালটি প্রাথমিকশিক্ষাঅধিদপ্তর (www.dpe.gov.bd) এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mopme.gov.bd) পাওয়া যাবে।

নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা

১.  জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ২. বিভাগীয় উপ-পরিচালক ৩. মহাপরিচালক

 

সেবা প্রদান/ প্রাপ্তির ক্ষেত্রে অসুবিধাসমূহ

)নাগরিক পর্যায়

১. বদলির জন্য কখন আবেদন করতে হয় তা না জানা

২. আবেদনের সাথে প্রয়োজনীয় তথ্যপত্র দাখিল না করা

)সরকারি পর্যায়

১.  আবেদনঅনুযায়ী শূন্যপদ থাকেনা

২. অনেকসময় সরকারি আদেশে বদলির কার্যক্রম বন্ধ থাক